TMED Exam Question Solution 2021

 


কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

১. কোনটি শুদ্ধ বাক্য?

ক. দীনতা সব সময় ভাল নয় 

খ. দেশের দারিদ্র দূর করতে হবে 

গ. সময় বড় সংক্ষিপ্ত 

ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ

উঃ খ

২. কোনটি শুদ্ধ বানান?

ক. প্রত্যুদগমন

খ. প্রত্যুৎগমন 

গ. প্রত্যুতগমন

ঘ. প্রত্যুদগমণ

উঃ ক

 

৩. ’চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?

ক. তৎসম ও হিন্দি 

খ. আরবি ও হিন্দি 

গ. আরবি ও তুর্কি 

ঘ. কোনোটিই নয়

উঃ ঘ

 

 

৪. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?

ক. ড্যাস

খ. সেমিকোলন

গ. কোলন

ঘ. হাইফেন

 

উঃ গ

৫. অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে এখানে কয়টি উপসর্গ রয়েছে? 

ক. একটি

খ. দুইটি 

গ. তিনটি

ঘ. চারটি 

উঃ খ

 

৬. ‘মার্তণ্ড’ শব্দটি সমার্থক শব্দ কোনটি? 

ক. নিষ্ঠুর

খ. সূর্য 

গ. কঠোর

ঘ. সাধু 

উঃ খ

 

৭, ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলােচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব 

খ. রূপতত্ত্ব

গ. বাক্যতত্ত্ব

ঘ. ছন্দত 

উঃ খ

 

৮. সঞ্চয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সনু + চয় 

খ. সম্ + চয় 

গ. সঃ + চয়

ঘ. সং + চয় 

 

উঃ খ

 

 

৯. “চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

ক. পর্তুগিজ

খ. চীনা 

গ. পাঞ্জাবি

ঘ. তুর্কি

উঃ গ

 

১০. নিচের কোনটি ‘ইমন’ প্রত্যয় যােগে গঠিত? 

ক. কুসুমিত

খ. মোলায়েম 

গ. পঙ্কিল

ঘ. নীলিমা 

উঃ ঘ

 

১১. যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কী হবে? 

ক. অনূঢ়া

খ. কুমারী 

গ. নবোঢ়া

ঘ. অবীরা 

উঃ ঘ

 

১২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক. একটি কালো মেয়ের কথা 

খ. তেইশ নম্বর তৈলচিত্র 

গ. ভানুমতির পালা 

ঘ.  ইছামতী

উঃ ক

 

১৩. কোনটি শুদ্ধ বাক্য?

ক. আমার বড় দুরাবস্থা 

খ. আমার বড় দুরবস্থা 

গ. আমার বড় দূরবস্থা 

ঘ. আমার বড় দূরাবস্থা

উঃ খ

 

১৪. ‘আমি’, ‘আমরা এগুলো কোন সর্বনাম পদ?

ক. ব্যতিহারিক 

খ. সাকুল্যবাচক 

গ.  আত্মবাচক 

ঘ. ব্যক্তিবাচক

উঃ ঘ

 

১৫. ‘রাতুল’ শব্দের অর্থ কী? 

ক. নীল

খ. সাদা 

গ. কালো

ঘ.  লাল 

 

উঃ ঘ

 

১৬. ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি? 

ক. গণিকা

খ. গণকী 

গ. গণকিনী

ঘ.  গণকা

উঃ খ

 

১৭. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক 

খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক

গ. ভিক্ষুককে ভিক্ষা দাও 

ঘ. কোনোটিই নয়

উঃ গ

 

১৮. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

ক. অব্যয়ীভাব  

খ. বহুব্রীহি 

গ. দ্বন্দ্ব

ঘ. কর্মধারয় পৃষ্ঠা: ৩৫৫ (অগ্রদূত বাংলা, ৯ম সংস্করণ) 

উঃ ঘ

 

১৯. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?

ক. গুরুচণ্ডালী  

খ. দুর্বোধ্যতা 

গ. উপমার প্রয়ােগ ভুল

ঘ. আকাক্ষার প্রয়োগ ভুল

উঃ ক

 

২০. ’ডাকঘর’ কোন ধরনের রচনা? 

ক. নাটক

খ. কবিতা 

গ. উপন্যাস

ঘ. প্রবন্ধ

উঃ ক

 

২১. নাসিক্য বর্ণ কোনগুলাে?

ক. ত,থ,দ

খ. ঙ,ঞ,গ

গ. উ, ঊ, য়

ঘ. শ,ষ,স

উঃ খ

 

২২. এত অল্প টাকায় মাস চলবে না’- এখানে ‘চলা কোন অর্থ প্রকাশ করে? 

ক. সময় দেয়া

খ.  প্রচলিত হওয়া 

গ. অবলম্বন করা 

ঘ. সংকুলান হওয়া 

উঃ ঘ

 

২৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি? 

ক. বনফুল

খ. শ্যামলী 

গ. ঝরা পালক

ঘ. পূরবী

উঃ গ 

২৪. “নিরুৎসাহ’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. নাই উৎসাহ 

খ. উৎসাহের অভাব

গ. উৎসাহ নাই যার 

ঘ. নঞ উৎসাহ 

উঃ খ

 

২৫. নিচের কোন বহুবচনটি সঠিক? 

ক. মনুষ্যসকল

খ. মনুষ্যসমূহ 

গ. পাখিসব

ঘ. সবগুলো

উঃ ঘ 

 

  1. A disease that is transmitted to people through the environment is known as…?

ক. Contagious 

খ. Infectious

গ. Incurable 

ঘ. Fatal 

উঃ খ

 

২৭. Which of the following is a verb? 

ক. nice

খ. vary 

গ. hatred

ঘ. reflect

উঃ খ/ঘ

 

২৮. The meaning of the phrase “Feel at home’ is

ক. Calm & Quiet 

খ. Proficient & Expert 

গ. Familiar

ঘ. Free & Easy 

উঃ ঘ

 

২৯. Choose the right option ‘Swimming is conductive — health. 

ক. to

খ. at 

গ. in

ঘ. for

উঃ ক

 

৩০. Choose the appropriate preposition in the blank of the following sentence. “Eight men were concerned — the plot.

ক. at

খ. with  

গ. in

ঘ. for 

উঃ গ

 

৩১. ‘De facto’ means

ক. de jure

খ. two friends

গ. in fact

ঘ. Surely 

উঃ গ

 

৩২. Which of the following word is not related to ‘crying’? 

ক. lamenting

খ. screaming

গ. weeping 

ঘ. sinking  

উঃ ঘ

 

৩৩. What is the antonym of ‘Abundant’-

ক. Scarce

খ. Rape  

গ. Disabundant  

ঘ. Old 

উঃ ক

 

৩৪. Which one of the following spelling is correct? 

ক. Bureaucracy

খ. Buraucracy

গ. Buteacracy 

ঘ. Buericracy 

উঃ ক

 

৩৫. As the sun—-. I decided to go out. 

ক. shines

খ. has shone 

গ. shine

ঘ. was shining 

উঃ ঘ

 

৩৬. Choose the correct use of suffix ‘er’ from the option 

ক. Laughter

খ. Operater 

গ. Moderater . 

ঘ. Decorater . 

উঃ ক

 

৩৭.  The walls of our house have been painted— green. Which is the correct preposition in the blank above? 

ক. no preposition 

খ. by 

গ. in

ঘ. with 

উঃ ক

 

৩৮. Which one is correct?

ক. One of my friend is a lawyer. 

খ. One of my friends is a lawyer

গ. One of my friend are a lawyer.

ঘ. One of my friends are a lawyer. 

উঃ খ

 

৩৯. When a person says he’s all in’. It Means-

ক. He is very tired

খ. He has arrived 

গ. He has finished packing

ঘ. He has got everything

উঃ ক

 

৪০. The verb ‘succumb’ means

ক. submit 

খ. win 

গ. conquer

ঘ. achieve 

উঃ ক

 

৪১. ‘Justice delayed is justice denied’ was stated by 

ক. Disraeli

খ. Emerson 

গ. Gladstone

ঘ. Shakespeare  

উঃ গ

 

৪২. The man is afraid of the dog. এখানে afraid কোন parts of speech?  

ক. Adjective 

খ. Noun  

গ. Adverb

ঘ. Verb 

উঃ ক

 

৪৩. Convert into verb ‘friend’

ক. friendly

খ. friendship  

গ. befriend 

ঘ. friendless

উঃ গ

 

৪৪. Which is the correct sentence?

ক. He spoke to me to wait. 

খ. He waited for me to wait. 

গ. The boat was drowned.

ঘ. Two thirds of it is true. 

উঃ ঘ

 

৪৫. The correct translation of the sentence-’তাহারা আসিতে রাজি হইল না’-is

ক. They did not agreed to come

খ. They were no willful to come  

গ. They refused to come

ঘ. The denied to come

উঃ গ

 

৪৬. The plural form of the word ‘Agendum is

ক. Agendas

খ. Agendases

গ. Agendums 

ঘ. Agenda 

উঃ খ

 

৪৭. Which is the correct use of gerund?

ক. I saw the girl dancing

খ. I am dancing on the floor

গ. Dancing is a good exercise

ঘ. The girl came here dancing,

উঃ গ

 

৪৮. Who of the following is a novelist?

ক. William Wordsworth  

খ. John Keats 

গ. Charles Dickens 

ঘ. John Milton

উঃ গ 

 

৪৯, Bottom line’ means

ক. Final step

খ. The essential point

গ. End of road 

ঘ. Last line 

উঃ খ 

 

৫০. Who is the author of ‘Man and Superman’? 

ক. Henry Folding 

খ. H. G Wells

গ. Walter Scott 

ঘ. G. B Shaw 

উঃ ঘ 

 

৫১. ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 

ক. ৪০০ বর্গ মিটার 

খ. ৩০০ বর্গ মিটার 

গ. ৬০০ বর্গ মিটার 

ঘ. ১৫০ বর্গ মিটার 

উঃ খ

 

৫২. একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ ৪২ সে,মি, ৩৪ সে. মি. এবং ২০ সে. মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

ক. ২৫৬ বর্গ সে. মি. 

খ. ৩২৮ বর্গ সে. মি. 

গ. ৩৩৬ বর্গ সে. মি. 

ঘ. ৫৭৬ বর্গ সে. মি. 

উঃ গ

 

৫৩. বার্ষিক ১০% মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

ক. ১০,৮০০ টাকা 

খ. ১৫,০০০ টাকা 

গ. ১০,৮৫০ টাকা 

ঘ. ১০,৬৪৮ টাকা 

উঃ ঘ

 

৫৪. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৮০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত? 

ক. ৩৬

খ. ২০

গ. ২৪

ঘ. ৩০ 

উঃ গ

 

৫৫. x + y = 8 এবং xy = 7 হলে (x + y) এর মান কত? 

ক. 19

খ. 20 

গ. 21

ঘ. 22 

উঃ ঘ

৫৬. চাউলের মূল্য ১২% বৃদ্ধি পেলে ১০০০ টাকার চাউলের বর্তমান মূল্য কত? 

ক. ৮৮০ টাকা

খ. ১১২০ টাকা

গ. ১২৪০ টাকা 

ঘ. ১০২০ টাকা 

উঃ খ

৫৭. দুইটির সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির ……..? 

ক. গুণফলের সমান 

খ. ভাগফলের সমান

গ. গড়ের সমান

ঘ. যোগফলের সমান 

উঃ ক

 

৫৮. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার? 

ক. ৩২ মিটার

খ. ৪৯ মিটার 

গ. ৭২ মিটার 

ঘ. ৩৬ মিটার

উঃ ঘ

 

৫৯. কোন ক্লাসের ৪০ জন ছাত্রের মধ্যে ২৪ জন ছাত্র পাস করলাে। ঐ ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করল? 

ক. ৪০%

খ. ৪৮% 

গ. ৫০%

ঘ. ৬০%

উঃ ক

 

৬০. একটি সংখ্যা ১০০ থেকে যত বড়, ৩২০ থেকে তত ছােট, সংখ্যাটি কত? 

ক, ২০০

খ. ২১০ 

গ. ২২০

ঘ. ২৪০ 

উঃ খ

 

৬১. 2xy + y = 14 এবং x = 3 হলে 2y + x = কত?

ক. 5

খ. 6

গ. 7

ঘ. 8

উঃ গ

 

৬২. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩: ২। বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে? (আয়তনের স্থলে ক্ষেত্রফল। হলে উত্তর সঠিক হবে)। 

ক. ২: ৩

খ. ৩ : ৪ 

গ. ৪ : ৯

ঘ. ৯ : ৪

উঃ ঘ

 

৬৩. f(x) = *5x + 6 এবং f(x) = 0 হলে x = কত? 

ক. 2, 3

খ. -5,1 

গ. -2, 3

ঘ. I, -5 

উঃ ক

৬৪. ১+৩+৫+৭+৯+……+৫১ = কত? 

ক. ৬৭৬ 

খ. ৬৭২ 

গ. ৬৭০

ঘ. ৬৬৮ 

উঃ ক

 

৬৬. ১৮ ফুট একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, ভাঙা অংশটি বিক্ষিপ্ত না হয়ে খুঁটির সঙ্গে ৩০° কোণ স্পর্শ করলাে। খুঁটিটি মাটি থেকে কত ফুট উপরে ভেঙে গিয়েছিল? 

ক. ১২ ফুট

খ. ৯ ফুট 

গ. ৬ ফুট 

ঘ. ৩ ফুট

উঃ গ

৬৭. একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ২০ সে, মি, ১৫ সে, মি, ১০ সে. মি হলে, পাত্রের ভিতরের আয়তন কত? 

ক. ৩০০০ ঘন সে.মি, 

খ. ২৭০০ ঘন সে.মি.

গ. ১৫০০ ঘন সে.মি, 

ঘ. ২০০০ ঘন সেমি, 

উঃ ক 

 

৬৮.  = কত?

ক. ০.৭৫

খ. ৬

গ. ০.৪৫

ঘ. ১.৫

উঃ গ

 

৬৯. ৩, ৫, ৮, ১০, ১৮, ২০………… ধারাটির পরবর্তী পদ

ক. ২৮ 

খ. ৩০

গ. ৩৪ 

ঘ. ৩৮

উঃ ঘ 

 

৭০. কোন সংখ্যার ৫% হয় ১৫? 

ক. ১৫০

খ. ২৫০ 

গ. ৩০০ 

ঘ. ৫৫০

উঃ গ 

 

৭১. দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী?

ক. মঈনুল হক 

খ. মৃণাল হক 

গ. শিল্পাচার্য জয়নুল আবেদীন 

ঘ. হাশেম খান

উঃ গ

 

৭২. মোবাইল ফোনের জনক কে?

ক. স্টিভ জবস 

খ. আলফ্রেড নােবেল

গ. মার্টিন কুপার 

ঘ. জন ডাল্টন 

উঃ গ

 

৭৩. বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের নাম কী?

ক. জনতা ব্যাংক 

খ. বাংলাদেশ ব্যাংক 

গ. রিজার্ভ ব্যাংক 

ঘ. সোনালী ব্যাংক 

উঃ খ

 

৭৪. বেলিজের পূর্বনাম কি?

ক. লালা শিলসিলা

খ. ব্রিটিশ হুক্তরাস 

গ. তিরিশো গ্রান্ড 

ঘ. কোনোটিই নয় 

উঃ খ

 

৭৫. ওয়াটার গেট কি? 

ক. জল প্রপাত

খ. বাণিজ্যিক ভবন 

গ. পাকিস্তানের নদী 

ঘ. কোনটিই নয় 

উঃ খ

 

৭৬. কোনটি ফিলিস্তিন শহর নয়? 

ক. রামাল্লা

খ. নাবলুস 

গ. বেথেলহেম

ঘ. সবগুলো

উঃ সবগুলো ফিলিস্তিনের শহর

 

৭৭. ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী? 

ক. ভলগা

খ. টেমস 

গ. দানিয়ুব

ঘ. কোনােটিই নয় 

উঃ ক 

 

৭৮. বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে?

ক. ১৯২০ 

খ. ১৯২১

গ. ১৯৮৯

ঘ. ১৯৮৮

উঃ গ

 

৭৯. WHO (World Health Organization) সদর দপ্তর কোনটি? 

ক. জেনেভা

খ. প্যারিস 

গ. নিউইয়র্ক

ঘ. লন্ডন 

উঃ ক

 

৮০. সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে?

ক. মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ 

খ. হাসান রাজা, পাকিস্তান 

গ. ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিজ 

ঘ. শচীন টেন্ডুলকার, ভারত

উঃ ক

 

৮১. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? 

ক. যকৃত

খ. থাইরয়েড 

গ. অগ্নাশয় 

ঘ. পিটুইটারি গ্রন্থি 

উঃ গ 

 

৮২. মজনু শাহ কে ছিলেন?

ক. ফকির বিদ্রোহের নেতা 

খ. রংপুরের কৃষক বিদ্রোহের নেতা 

গ, তেভাগা আন্দোলনের নেতা 

ঘ. ৩নং সেক্টর কমান্ডার

উঃ ক

 

৮৩. বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? 

ক. ১৮৪০

খ. ১৮৫০ 

গ. ১৯০৬

ঘ. ১৮৮৭

উঃ ক

৮৪, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? 

ক. সিরাজগঞ্জ

খ. টাঙ্গাইল 

গ. ঢাকা

ঘ. কুমিল্লা 

উঃ ক

 

৮৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 

ক, ১৮২১

খ. ১৯২১ 

গ. ১৯০০

ঘ. কোনটিই নয় 

উঃ খ 

 

৮৬. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? 

ক. ভোলা

খ. মহেশখালি 

গ. কুতুবদিয়া

ঘ. নিঝুম দ্বীপ

উঃ খ

 

৮৭. ঐতিহাসিক স্থান কারবালা কোন দেশে অবস্থিত?

ক. সৌদি আরব 

খ. ইরান 

গ. ইরাক

ঘ. ওমান 

উঃ গ

৮৮. কোন দেশে সেনাবাহিনী নেই?

ক. জার্মানী  

খ. ইটালী 

গ. মালদ্বীপ

ঘ. সবগুলো 

উঃ  সবগুলো  দেশের সেনাবাহিনী আছে

 

৮৯. কে চন্দ্রে পা রাখেননি?

ক. নীল আর্মস্টং 

খ. এডুইন অলড্রিন

গ. মাইকেল কলিন্স 

ঘ. সকলে পা রেখেছেন 

উঃ গ 

 

৯০. রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?

ক. নাৎসী পার্টি

খ. রুশ সমাজতান্ত্রিক দল

গ. বলশেভিক পার্টি 

ঘ. রুশ রেভুলুশন ফ্রন্ট 

উঃ গ

Post a Comment

0 Comments