MCQ অংশ সমাধানঃ (পূর্ণমান - ৩০)
১. ১৯৬৬ সালের বাঙ্গালী জাতির মুক্তির সনদ ‘ছয়-দফা’ দাবি কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে
২. মুক্ত গণমাধ্যম সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৫২ তম (২০২০ সালে ১৫১ তম ছিল)
৩. মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাঁর লেখা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৪. করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?
উত্তরঃ রাশিয়া (ভ্যাকসিনটির নাম ‘কার্নিভাক-কোভ’)
৫. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগােলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী (কুয়াকাটা)
৬. বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রােহিঙ্গাদের প্রধান দাবি কোনটি?
উত্তরঃনাগরিকত্ব (রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে)
৭. ‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?
উত্তরঃ জঁ জ্যাক রুশো (ফ্রান্স)
৮. ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
উত্তরঃ ইউক্রেন (৬০ বছর আগে ক্রিমিয়া ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত একটি অঞ্চল।)
৯. কোন সভ্যতাটি প্রাচীনতম?
উত্তরঃ সুমেরীয় সভ্যতা
১০. ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট
১১. স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নাগাসাকিতে
১২. IBRD- এর পূর্ণরূপ কী?
উত্তরঃ International Bank for Reconstruction and Development
১৩. ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িয়ে আছে?
উত্তরঃ রাজীব গান্ধী (বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি ১৯৮৬ সালে ঘটেছিল)
১৪.”এই জানোয়ারদের হত্যা করতে হবে”- শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে?
উত্তরঃ কামরুল হাসান (পটুয়া কামরুল হাসান ’৭১-এর গণহত্যার নায়ক মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের প্রেসিডেন্ট লম্পট মাতাল ইয়াহিয়া খানের বিকৃত ছবির পোস্টার করেছিলেন ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’।)
১৫. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়?
উত্তরঃ কার্বন মনোক্সাইড
১৬. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তরঃ WFP (WFP এর পূর্ণরূপ World Food Programme)
১৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
উত্তরঃ নবম ( ওয়ানডেতে ৭ম আর টি২০ তে ৯ম)
১৮. স্প্রেডশিট, এম এস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য?
উত্তরঃ Microsoft
১৯. আন্ডার লাইন করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
উত্তরঃ Ctrl+U
২০. Font সাইজ ছোট করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
উত্তরঃ Ctrl+[ (Font সাইজ বড় করার কী-বোর্ড (Key Board) কমান্ড- Ctrl+] )
২১. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক-
উত্তরঃ রাষ্ট্রপতি
২২. ”ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ততঃ+অধিক
২৩. নিচের কোনটি সঠিক বানান?
উত্তরঃ পুনরুজ্জীবন [ কারণ পুনঃ + উজ্জীবন =পুনরুজ্জীবন]
২৪. “কোন ভাবেই যা নিবারণ করা যায় না”-এর এক কথায় কি হবে?
উত্তরঃ অনিবার্য
২৫.”ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অতি বৃদ্ধ
২৬. ”গরীয়ান” শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ গরিয়সী
২৭. ”বিধি” শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ নিষেধ
২৮. ”তরঙ্গ” শব্দের বহুবচন কী?
উত্তরঃ তরঙ্গমালা
২৯. ”রিক্সা” কোন ভাষার শব্দ?
উত্তরঃ জাপানী
৩০.কোনটি ”রাজপথ” শব্দের ব্যাসবাক্য?
উত্তরঃ পথের রাজা
৩১.”ছন্দের জাদুকর” বলা হয় কোন কবিকে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৩২. ইংরেজি প্রবাদ “Black and White” এর অর্থ কী?
উত্তরঃ লিখিতভাবে
৩৩.”মাতৃস্নেহ কখনো শেষ হয় না“- এর ইংরেজি অনুবাদ কী?
উত্তরঃ Maternal love never ends
৩৪. What is the antonym of the word “foe”?
উত্তরঃ Friend
৩৫. Identify the uniform of the underlined parts of sentence. ”The invention of the electric telegraph gave birth of the communications industry. “
উত্তরঃ of (of এর স্থলে to হবে)
৩৬. Which of the following sentence is not correct?
উত্তরঃ I want that he goes. [Subjunctive verb এর পরে Subject এর পরে s বা es হয় না]
৩৭. ০.২X০.০২X০.০০২X০.০০০২=কত?
উত্তরঃ 0.00000000১৬
৩৮. √0.000009=কত?
উত্তরঃ 0.003
৩৯. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
উত্তরঃ ৮৯৯
৪০. √1+√1 এর বর্গ কত?
উত্তরঃ ৪
Part-B (লিখিত অংশ সমাধান) (পূর্ণমান - ৩০)
English অংশ সমাধান:
1) Translate from Bangla to English.
i) যত বেশি পড়বেন তত বেশি জানবেন।
Ans: The more you read, the more you learn.
ii) তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
Ans: He has rejected my proposal.
iii) পরিছন্নতা একটি গুণ।
Ans: Cleanliness is a virtue.
iv) এ পোশাকে তোমাকে সুন্দর লাগে।
Ans: You look beautiful in this dress.
v) সুশৃংখল জীবন সাফল্যের মূল চাবিকাঠি।
Ans: Disciplined living/life is the key to success.
2. Write meaning of the following idioms and make sentence with them:
i) at a loss
Ans: হতভম্ব = I was so embarrassed that I was at a loss for words.
ii) fight tooth and nail
Ans: প্রাণপণে যুদ্ধ করা = I am going to fight tooth and nail for my promotion.
iii) hue and cry
Ans: শোরগোল = Do not make a hue and cry in public place.
iv) in lieu of
Ans: পরিবর্তে = Give me a pen in lieu of this book.
v) by fits and starts
Ans: অনিয়মিতভাবে = He studies by fits and starts.
3. Write the correct meaning of the underlined part of the following sentences:
i) She handed out warm clothes.
Ans: বিতরণ করা
ii) Please hand in your paper before Friday.
Ans: দাখিল করা/জমা দেওয়া
iii) The Cricket match kicked off at 3 o’clock.
Ans: শুরু হওয়া
iv) I came across my old friend day before yesterday.
Ans: হঠাৎ দেখা হওয়া
4. Write meaning of the following words and make sentences with them:
i) Adept
Ans: দক্ষ = He is adept in English.
ii) Adopt
Ans: দত্তক নেওয়া = The family has adopted the girl.
iii) Adapt
Ans: খাপ খাওয়ানো = We have to adopt with changing environment.
5. Fill in the blank with the appropriate prepositions.
i) My cousin is senior ____ me.
Ans: to
ii) We should adhere ___ our strategy.
Ans: to
iii) The kid is trembling ___ fear.
Ans: with
iv) He is polite ___ his manners.
Ans: in
v) I’m always independent _____ my family.
Ans: of
vi) I’ve no zest ___ listening to music.
Ans: for
৬. Read the following passage and then answer (in your own words) the questions given at end of the passage.
i) Give a suitable title for the passage.
Ans: The impact of a teacher to student life.
(ii) Write a precis of the passage (Maximum 5 sentences)
Try yourself……
গণিত অংশ সমাধান: (পূর্ণমান - ২০)
i) ৬(-৩)(১/৩)(-০.২৫)= কত?
উত্তরঃ ৩/২
ii) -১ পাওয়ার জন্য -৫/৪ এর সঙ্গে কত যোগ করা দরকার?
উত্তরঃ ১/৪
iii) একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
উত্তরঃ ৬৫৬
iv) -২ +(-২) – {-(২)-২ এর মান কত ?
উত্তরঃ -৪
৮.কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা সংখ্যা কত?
উত্তরঃ ৯০ জন
৯. একটি শহরের জনসংখ্যা ৮০০০ জন। প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা ১০ জন এবং দ্বিতীয় বছরে শতকরা ২০ জন। ২ বছর পরে জনসংখ্যা কত হবে?
উত্তরঃ ১০৫৬০
১০. x ও y এর মান নির্ণয় কর: 3x – 5y = – 9; 5x – 3y = 1
উত্তরঃ x=2, y=3
0 Comments