৪০ তম বিসিএস
1. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
(a) বেতসবৃত্তি
(b) কুম্ভিলকবৃত্তি
(c) পতঙ্গবৃত্তি
(d) জলৌকাবৃত্তি
Answer : (b) কুম্ভিলকবৃত্তি
2. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
(a) খ্রীষ্টধর্ম
(b) প্যাগনিজম
(c) জৈনধর্ম
(d) বৌদ্ধধর্ম
Answer : (d) বৌদ্ধধর্ম
3. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
(a) রমনীপাদ
(b) কাহ্ণপাদ
(c) লুইপাদ
(d) শান্তিপাদ
Answer : (a) রমনীপাদ
4. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
(a) ইউসুফ জুলেখা
(b) ময়মনসিংহ গীতিকা
(c) পদ্মাবতী
(d) লাইলী মজনু
Answer : (b) ময়মনসিংহ গীতিকা
5. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত:
(a) ফকির গরীবুল্লাহ
(b) নরহরি চক্রবর্তী
(c) বৃন্দাবন দাস
(d) বিপ্রদাস পিপিলাই
Answer : (c) বৃন্দাবন দাস
6. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
(a) সন্ধ্যাভাষা
(b) অধিভাষা
(c) সংস্কৃত ভাষা
(d) ব্রজবুলি
Answer : (d) ব্রজবুলি
7. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) প্যারীচাঁদ মিত্র
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer : (b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
8. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
(a) যোগাযোগ
(b) নৌকাডুবি
(c) চোখের বালি
(d) শেষের কবিতা
Answer : (a) যোগাযোগ
9. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
(a) তেইশ নম্বর তৈলচিত্র
(b) ইচামতী
(c) আয়নামতির পালা
(d) একটি কালো মেয়ের কথা
Answer : (d) একটি কালো মেয়ের কথা
10. ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়:
(a) তেভাগা আন্দোলন
(b) ভাষা আন্দোলন
(c) দেশভাগ
(d) মুক্তিযুদ্ধ
Answer : (c) দেশভাগ
11. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
(a) রামানন্দ চট্টোপাধ্যায়
(b) কৃষ্ণচন্দ্র মজুমদার
(c) শামসুর রাহমান
(d) সিকান্দার আবু জাফর
Answer : (b) কৃষ্ণচন্দ্র মজুমদার
12. ‘জীবনস্মৃতি’ কার রচনা?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(c) রোকেয়া সাখাওয়াত হোসেন
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer : (d) রবীন্দ্রনাথ ঠাকুর
13. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
(a) প্যারীচাঁদ মিত্র
(b) প্রমথ চৌধুরী
(c) মাইকেল মধুসূদন দত্ত
(d) দ্বিজেন্দ্রলাল রায়
Answer : (c) মাইকেল মধুসূদন দত্ত
14. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি”- চরণ দু’টির রচয়িতা কে?
(a) মদনমোহন তর্কালঙ্কার
(b) চন্ডীচরণ মুনশী
(c) কাজী নজরুল ইসলাম
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer : (a) মদনমোহন তর্কালঙ্কার
15. জসীম উদ্দীনের রচনা কোনটি?
(a) যাদের দেখেছি
(b) পথে-প্রবাসে
(c) কাল নিরবধি
(d) ভবিষ্যতের বাঙালী
Answer : (a) যাদের দেখেছি
16. ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?
(a) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
(b) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
(c) শরৎচন্দ্রের ‘পথের দাবী’
(d) শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’
Answer : (b) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
17. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
(a) এন্টনি ফিরঙ্গি
(b) অক্ষয় কুমার দত্ত
(c) মাইকেল মধুসুদন দত্ত
(d) কালীপ্রসন্নসিংহ ঠাকুর
Answer : (c) মাইকেল মধুসুদন দত্ত
18. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
(a) ১৯২২ সন
(b) ১৯২৩ সন
(c) ১৯১৯ সন
(d) ১৯১৮ সন
Answer : (a) ১৯২২ সন
19. ‘আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?
(a) রাহাত খান
(b) সেলিনা হোসেন
(c) ইমদাদুল হক মিলন
(d) হাসান আজিজুল হক
Answer : (d) হাসান আজিজুল হক
20. ‘একুশে ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে?
(a) সুবীর সাহা
(b) সুধীন দাস
(c) আলতাফ মাহমুদ
(d) আলতাফ মামুন
Answer : (c) আলতাফ মাহমুদ
৩৯ তম বিসিএস (বিশেষ : স্বাস্থ্য)
1. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে -
(a) বৈকুন্ঠের খাতা
(b) জামাই বারিক
(c) বিবাহ-বিভ্রাট
(d) হিতে বিপরীত
Answer : (a) বৈকুন্ঠের খাতা
2. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -
(a) আলালের ঘরের দুলাল
(b) গাজী মিয়াঁর বস্তানী
(c) হুতোম প্যাঁচার নক্সা
(d) কলিকাতা কমলালয়
Answer : (b) গাজী মিয়াঁর বস্তানী
3. 'বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?
(a) রাজা রামমোহন রায়
(b) গোলকনাথ শর্মা
(c) রামরাম বসু
(d) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
Answer : (a) রাজা রামমোহন রায়
4. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
(a) আমজাদ হোসেন
(b) শওকত ওসমান
(c) হুমায়ুন আহমেদ
(d) সৈয়দ শামসুল হক
Answer : (c) হুমায়ুন আহমেদ
5. 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
(a) আমজাদ হোসেন
(b) আলমগীর
(c) সুভাষ দত্ত
(d) জহির রায়হান
Answer : (d) জহির রায়হান
6. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
(a) বিষ্ণু দে
(b) বুদ্ধদেব বসু
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সৈয়দ শামসুল হক
Answer : (b) বুদ্ধদেব বসু
7. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
(a) পদ্মমণি
(b) পদ্মরাগ
(c) পদ্মাবতী
(d) পদ্মগোখরা
Answer : (b) পদ্মরাগ
8. 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
(a) উপন্যাস
(b) ভ্রমণ কাহিনী
(c) নাটক
(d) কবিতা
Answer : (a) উপন্যাস
0 Comments